ফিজিক্যাল এন্ড ইমোশনাল ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছে মাহির অক্সিজেন সিলিন্ডার। আপনার পরিচিত বয়স্ক মানুষজন, বৃদ্ধ বাবা-মা কিংবা কাছের কেউ যদি নানাবিধ ফিজিক্যাল সমস্যায় আক্রান্ত হোন কিংবা ইমোশনাল ও মানসিক রোগে ভোগে, তবে তাদের সঠিক পরিচর্যা ও দেখাশোনা সংশ্লিষ্ট সার্ভিস দিয়ে আসছে আমাদের অভিজ্ঞ ও দক্ষ সেবক-সেবিকার টিম। আমাদের টিম আপনার বাসায় কিংবা হাসপাতালে গিয়ে এই সার্ভিস দিয়ে আসবে।
ফিজিক্যাল এন্ড ইমোশনাল ইস্যু ম্যানেজমেন্ট সার্ভিসসহ মাহির অক্সিজেন সিলিন্ডারের অন্যান্য সার্ভিসগুলো পেতে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।
নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :
সেবক সেকিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
চলা ফেরায় সাহায্য করবে এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে। মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।