Mahir Nursing Slait
Mahir Nursing Slait
previous arrow
next arrow

Nursing Home Service BD

নার্সিং হোম কেয়ার নিয়ে এখন আমরা পৌঁছে যাচ্ছি ঢাকা ও ঢাকার বাইরে সর্বত্র। কোভিড/নন কোভিড যে পেশেন্টেই হোক না কেন, আমরা আমাদের দক্ষ নার্সিং টিম দিয়ে এই সার্ভিস দিয়ে আসছি।

আপনাদের কথা চিন্তা করেই এবং করোনাক্রান্ত রোগী ও অসুস্থ ব্যক্তিদের দেখাশোনার জন্য মাহির অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে প্রফেশনাল নার্স দ্বারা পরিচালিত বিশ্বস্ত এই হোম কেয়ার সার্ভিস। নিজ বাসায় অথবা হাসপাতালে, ৮/১২/২৪ ঘন্টা দক্ষ নার্স -ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্ট দিয়ে নার্সিং হোম সার্ভিস সুবিধা পেতে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।

আমাদের সেবক-সেবিকারা যে সকল সেবা দিয়ে থাকে:

  • সেবক সেবিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
  • ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
  • ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যত্ন নিবে।
  • সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যত্ন নিবে।
  • ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কেটে দিবে।
  • রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুয়ে রাখবে।
  • চলা ফেরায় সাহায্য করবে এবং  অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
  • সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে এবং মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
  • রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থাকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
  • রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।
  • এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখবে।
  • প্রত্যেক দিন ২/৩ বার হাটাবে এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত ও পা ম্যাসাজ বা ব্যায়াম করিয়ে দিবে। 
  • রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখবে।
  • প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যত্ন সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
  • রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করবে ও  তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করে।

NURSING SERVICE PRICE

Caregiver

৳ 800

per shift

  12 Hours ​shift.

   Caregiver course Complete.

  ​Day or night.

Paramedical

৳ 1000

per shift

  12 Hours ​ shift

 Paramedical Course Complete

  ​Day or night

Diploma/B.Sc Nurse

৳ 1200

per shift

 8 Hours ​shift.

 Diploma/B.Sc course complete.

  ​Morning/evening/night.

আমাদের সম্পর্কে গুরুত্ব পূর্ন কিছু প্রশ্নঃ

মাহির অক্সিজেন সিলিন্ডার সেই চাহিদা পূরণ করে যা অন্য কোনো নার্সিং হোম সার্ভিস পারে না। আমাদের কর্মীরা এবং প্রশিক্ষিত নার্সরা রোগীদের প্রতি ভদ্র এবং সহানুভূতিশীল। আমরা আপনার বাড়িতে বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি নিয়ে এসেছি।

সারা বাংলাদেশে নার্সিং হোম পরিষেবা নিয়ে আমরা আছি আপনার পাশে।

আপনার কর্ম ব্যস্ত জীবনে আপনার অসুস্থ বাবা-মা কিংবা কাছের মানুষদের নিয়ে চিন্তিত আছেন.? আর নয় দুশ্চিন্তা আমরা আছি আপনার পাশে ২৪/৭।

  • আপনার কর্ম ব্যস্ত জীবনে আপনার অসুস্থ বাবা-মা কিংবা কাছের মানুষদের নিয়ে চিন্তিত আছেন.? আর নয় দুশ্চিন্তা আমরা আছি আপনার পাশে ২৪/৭।
  •  আমাদের নার্সরা রোগীদের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করার জন্য ভালভাবে প্রশিক্ষিত। টয়লেটের স্বাস্থ্যবিধি থেকে শুরু করে পুষ্টিকর খাবার, আমাদের নার্সরা সবই সম্পাদন করে।
  •  একজন সঙ্গী থাকা প্রত্যেকের জন্য অত্যাবশ্যক। এটি বিশেষত বয়স্ক ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা প্রায়শই একাকী বোধ করেন । বাড়িতে একজন নার্স নিয়োগ করা মানসিক স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে কারণ তারা একটি শক্তিশালী বন্ধন তৈরি করে।
  • ঔষধ ব্যবস্থাপনা- নার্সরা ঔষধের সময়সূচী পরিচালনা এবং সেগুলি রক্ষণাবেক্ষণে পেশাদার দায়িত্ব পালন করে।

Mahir oxygen cylinder provide Nursing Home Service in Bangladesh: Compassionate and Comprehensive Care for the Elderly

Welcome to Mahir oxygen cylinder provide Nursing Home Service in Bangladesh. Our nursing home service provides compassionate and comprehensive care for elderly individuals who require long-term or short-term nursing care. We understand that the decision to place a loved one in a nursing home can be difficult, and we strive to provide the best possible care to give our residents and their families peace of mind.