Every life matters, we do care for our patients
মাহির অক্সিজেন সিলিন্ডার এর পক্ষ থেকে নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :
Nursing Home Service BD
নার্সিং হোম কেয়ার নিয়ে এখন আমরা পৌঁছে যাচ্ছি ঢাকা ও ঢাকার বাইরে সর্বত্র। কোভিড/নন কোভিড যে পেশেন্টেই হোক না কেন, আমরা আমাদের দক্ষ নার্সিং টিম দিয়ে এই সার্ভিস দিয়ে আসছি।
আপনাদের কথা চিন্তা করেই এবং করোনাক্রান্ত রোগী ও অসুস্থ ব্যক্তিদের দেখাশোনার জন্য মাহির অক্সিজেন সিলিন্ডার দিচ্ছে প্রফেশনাল নার্স দ্বারা পরিচালিত বিশ্বস্ত এই হোম কেয়ার সার্ভিস। নিজ বাসায় অথবা হাসপাতালে, ৮/১২/২৪ ঘন্টা দক্ষ নার্স -ব্রাদার্স ও পেশেন্ট কেয়ার এটেন্ডেন্ট দিয়ে নার্সিং হোম সার্ভিস সুবিধা পেতে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।
নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :
- সেবক সেকিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
- ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
- ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
- সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
- ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
- রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
- চলা ফেরায় সাহায্য করবে এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
- সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে। মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
- রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
- রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।
- এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখবে।
- প্রত্যেক দিন ২/৩ বার হাটাবে এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করিয়ে দিবে।
- রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাবে এবং রোগীর সাথে সুন্দর করে কথা গল্প করবে।
- রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখবে।
- প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যন্ত সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
- রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করবে। তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করবে।
Nursing Home Service BD
Our Other Services: Nursing Care At Home – Covid-Non Covid Patient, Patient Care Attendant Home Service – Covid-Non Covid Patient, Physiotherapy Home Service, Oxygen Cylinder Home Service, Surgical Items Home Service, Doctor Home Visit, Neuro Patient Care Home Service, Baby Care At Home, Old Age Care At Home, Ambulance Service, Physical & Emotional Issues Management, Caring Traumatic Injuries & Palliative Care, Managing Dementia, Parkinson & Alzheimer’s disease patients, First Aid & Emergencies, Common Elderly Physical & Mental Conditions, Pregnancy, Maternity & Neonatal Care, Provide Care and Support to Elderly & Caring Multiple Disabilities, Nutrition, Diet Plan & Food Safety, House Keeping Service.
Nursing Home Service BD
Our Products: Oxygen Cylinder, Wheelchair, 2 Function Manual Hospital Bed, Bipap Machine, Tharmoscaner, Food Trolley, Medicine Trolley, Oxygen Concentrator, Five Function Electric Hospital Bed, Suction Machine, Sugar Machine, Brain Circuit, Ambu Bag, Wheelchair with commode, Walker, Dolphin Messenger, IRR Machine, ECG-Machine, Ventilator, Hot Water beg, Air Mattress, Digital BP Machine, Manual BP Machine, Nebulizer Machine, Cpap Machine, Cardiac Monitor, Pulse Oximeter, Electric Hospital Bed 3 Function, Oxygen Cylinder Equipment, Face Mask, Vibrator Infrared Blood Circulation Massager, Streamer, Abdominal belt, Elbow bag, 3 Function Manual Hospital Bed, Deluxe Commode Wheelchair, Hand Stick, Cress, Urometer, Urine beg, plain seizer, Artery forceps, Digital weight machine, cotton role, Surgery gauze, Examination Gloves, Surgical Gloves, Medicine Crusher, Gurlli pots, Kidney Tray, Suction Catheter, Foley Catheter, Toomey Syringe, Ng Tube
আমাদের সম্পর্কে গুরুত্ব পূর্ন কিছু প্রশ্নঃ
মাহির অক্সিজেন সিলিন্ডার সেই চাহিদা পূরণ করে যা অন্য কোনো নার্সিং হোম সার্ভিস পারে না। আমাদের কর্মীরা এবং প্রশিক্ষিত নার্সরা রোগীদের প্রতি ভদ্র এবং সহানুভূতিশীল। আমরা কেবল কিছু ব্যবসায়িক বিনিময় নয়, মানসম্মত যত্ন পরিষেবা প্রদান নিয়ে উদ্বিগ্ন। আমরা আপনার বাড়িতে বিশ্বমানের চিকিৎসা প্রযুক্তি নিয়ে এসেছি।
আমাদের নার্সরা লাইসেন্সপ্রাপ্ত এবং বাংলাদেশে সর্বাধিক হোম নার্সিং সহায়তা প্রদান করার লক্ষ্য । ক্যান্সার, আল্জ্হেইমার, নিউমোনিয়া, ডায়াবেটিস, স্ট্রোক প্রভৃতি তীব্র রোগে আক্রান্ত রোগীদের সেবা করার জন্য আমাদের পেশাদার এবং অভিজ্ঞ অভিজ্ঞ নার্স রয়েছে।
সারা বাংলাদেশে নার্সিং হোম পরিষেবা নিয়ে আমরা আছি আপনার পাসে। আপনি যদি ঢাকা বা বাংলাদেশের অন্য যে কোন জেলায় হোম কেয়ার সার্ভিস খুঁজছেন ? আমাদের সাথে যোগাযোগ করুন এখনই।
আপনি কি আপনার প্রিয়জনদের জন্য বাড়িতে একজন নার্স নিয়োগের কথা ভাবছেন?
আমাদের বৃদ্ধ পিতামাতা বা এমন ব্যক্তির দেখাশোনা করা খুব দরকার, যাকে ক্রমাগত নিবিড় যত্নের প্রয়োজন।আপনাদের পক্ষে তাদেরকে সবসময় সময় দেওয়া সম্ভব নয়,আপনাদের দৈনন্দিন ব্যস্ততার কারণে ।
বাসায় একজন নার্স থাকলে শুধু সুস্থ জীবনই উন্নত করা যায় না বরং রোগীদেরও সঙ্গ দিতে পারে। সে সবসময় কথা বলতে বা দৈনন্দিন কাজকর্মে সাহায্য করতে থাকবে।
নার্সের কখন আসা উচিত তা আপনি বেছে নিতে পারেন। আপনি কি দৈনন্দিন পরিষেবা প্রয়োজন বা সপ্তাহে তা আপনি নির্ধারণ করতে পারেন।
- একটি সংস্থার সাথে কাজ করা নিরাপত্তা জোরদার করে।যদি কোন অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এজেন্সি তদন্তের জন্য দায়বদ্ধ থাকবে। এমনকি নার্স অসুস্থ হয়ে পড়লে বা রোগীর কাছে যেতে না পারলেও এজেন্সি প্রতিস্থাপনের ব্যবস্থা করতে পারে। এইভাবে, আপনি নিশ্চিত হতে পারেন যে রোগীর সাথে সবসময় কেউ থাকবে।
- আরেকটি সুবিধা হল যে এজেন্সি সবসময় নিশ্চিত করবে যে নার্স সঠিকভাবে দায়িত্ব পালন করে। আপনি বিশ্রাম এবং বিশ্রাম নিতে পারেন, রোগীদের এবং বাড়ির উভয়ের দায়িত্ব হস্তান্তর। চুরি, ডাকাতির মতো ভয়ঙ্কর কিছু ঘটলে এজেন্সি দায়ী থাকবে। নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব।
- নার্সিং হোম কেয়ার সংস্থার অধীন নার্সরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রশিক্ষণপ্রাপ্ত, যেকোনো সংকটজনক পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা আছে।অন্যদিকে, একজন পৃথক নার্সের নতুন দায়িত্ব সামলানোর জন্য ক্রমাগত তত্ত্বাবধানের প্রয়োজন হতে পারে।নার্সিং হোম সাপোর্ট এজেন্সিগুলি আপনাকে অগ্রগতি সম্পর্কে আপডেট করবে এবং প্রয়োজনীয় মতামত দেবে।
- দৈনন্দিন কাজকর্ম- আমাদের নার্সরা রোগীদের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করার জন্য ভালভাবে প্রশিক্ষিত।টয়লেটের স্বাস্থ্যবিধি থেকে শুরু করে পুষ্টিকর খাবার, আমাদের নার্সরা সবই সম্পাদন করে।
- সাহচর্য - একজন সঙ্গী থাকা প্রত্যেকের জন্য অত্যাবশ্যক।এটি বিশেষত বয়স্ক ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা প্রায়শই একাকী বোধ করেন এবং বাদ পড়ে যান। বাড়িতে একজন নার্স নিয়োগ করা মানসিক স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে কারণ তারা একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। আমাদের নার্স তাদের মানসিকভাবে সমর্থন এবং ধ্রুব সঙ্গী প্রদান করতে পারে।
- মোবাইল সহায়তা - হোম কেয়ার নার্সরা রোগীকে হাঁটার বা শারীরিক ম্যাসেজ এবং উন্নতির জন্য থেরাপির মতো কিছু শারীরিক নড়াচড়া করতে সাহায্য করবে।
- ঔষধ ব্যবস্থাপনা- নার্সরা ঔষধের সময়সূচী পরিচালনা এবং সেগুলি রক্ষণাবেক্ষণে পেশাদার দায়িত্ব পালন করে।তারা ভুল ঔষধ দেবে এমন সম্ভাবনা কম।