About Us

Oxygen Cylinder Home Delivery

অক্সিজেন সিলিন্ডার এখন বাসায় বসে অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন। আপনার অসুস্থ বৃদ্ধ বাবা মা, প্রিয়জন কিংবা কোভিড আক্রান্ত পেশেন্টদের জন্য আমরা অক্সিজেন সিলিন্ডার বিক্রি করি ও ভাড়ায় দিয়ে থাকি।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা আপনার বাসায় অক্সিজেন সিলিন্ডার (অক্সিজেন ফ্লুলোমিটার এবং মাক্সসহ) বিক্রয় করি। বিওসি’র লিন্ডি ছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইসলামের চায়না অক্সিজেন সিলিন্ডার, পালস্ অক্সিমিটার, অক্সিজেন কনসেনট্রেশন মেশিন ইত্যাদি মেডিকেল ইকুইমেন্টস। এছাড়া নতুন অক্সিজেন সিলিন্ডার রিফিল বা সিলিন্ডার এর যে কোন প্রয়োজনে আমরা আছি আপনাদের পাশে।
মাহির অক্সিজেন সিলিন্ডার দক্ষ কর্মীদল ও টেকনিশিয়ান ২৪/৭ ঢাকা ও ঢাকার বাইরে নিয়োজিত আছে এই অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করার কাজে। অর্ডার করার সাথে সাথেই আমাদের টিম আপনার বাসায় পৌঁছে দিচ্ছে প্রয়োজনীয় এই আইটেম।তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়।ভাল মানের পণ্য দেয়া এবং আপনাদের বিশ্বস্ততা অর্জনই আমাদের লক্ষ্য। 

এ ছাড়াও নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :

  • সেবক সেকিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
  • ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
  • ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
  • সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
  • ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
  • রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
  • চলা ফেরায় সাহায্য করবে এবং  অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
  • সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে। মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
  • রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
  • রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।
  • এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখবে।
  • প্রত্যেক দিন ২/৩ বার হাটাবে এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত, পা ম্যাসাজ বা ব্যায়াম করিয়ে দিবে।
  • রোগীকে পত্রিকা, গল্পের বই ইত্যাদি পড়ে শোনাবে এবং রোগীর সাথে সুন্দর করে কথা গল্প করবে।
  • রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখবে।
  • প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যন্ত সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
  • রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করবে। তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করবে।
  • Oxygen Cylinder Home Service delivery