হাউজ কিপিং সার্ভিস House Keeping Service নিয়ে আপনাদের পাশে আছে মাহির অক্সিজেন সিলিন্ডার । আপনার বাসা বা অফিসে ফ্লোর পরিস্কার করা, টয়লেট ক্লিন করা, ফ্যান পরিস্কার করা, ফার্নিচার মোছা, সোফায় দাগ পড়লে সোফা ওয়াশ করা, ফুলের টব পরিস্কার করা – এককথায় সকল ধরনের ক্লিনিং সার্ভিস দিচ্ছি আমরা। এছাড়া এসকল ক্লিনিং এর সাথেসাথে আপনার বাসা বা অফিসে ভাইরাস ও ব্যাকটেরিয়াজাত ইনফেকশন দূর করতে সর্বদা প্রস্তুত আছে আমাদের ট্রেনিংপ্রাপ্ত ও দক্ষ হাউজ কিপার টিম। আপনার প্রয়োজন ও সময় অনুযায়ী আমাদের টিম পৌঁছে যাবে আপনার বাসায় কিংবা অফিসে।
 

এ ছারাও বাসায় নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :

  • সেবক সেবিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
  • ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
  • ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
  • সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
  • ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
  • রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
  • চলা ফেরায় সাহায্য করবে এবং  অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
  • সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে এবং মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
  • রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
  • রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।
  • এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখবে।
  • প্রত্যেক দিন ২/৩ বার হাটাবে এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত ও পা ম্যাসাজ বা ব্যায়াম করিয়ে দিবে। 
  • রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখবে।
  • প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যন্ত সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
  • রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করবে ও  তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করে।