হাউজ কিপিং সার্ভিস House Keeping Service নিয়ে আপনাদের পাশে আছে মাহির অক্সিজেন সিলিন্ডার । আপনার বাসা বা অফিসে ফ্লোর পরিস্কার করা, টয়লেট ক্লিন করা, ফ্যান পরিস্কার করা, ফার্নিচার মোছা, সোফায় দাগ পড়লে সোফা ওয়াশ করা, ফুলের টব পরিস্কার করা – এককথায় সকল ধরনের ক্লিনিং সার্ভিস দিচ্ছি আমরা। এছাড়া এসকল ক্লিনিং এর সাথেসাথে আপনার বাসা বা অফিসে ভাইরাস ও ব্যাকটেরিয়াজাত ইনফেকশন দূর করতে সর্বদা প্রস্তুত আছে আমাদের ট্রেনিংপ্রাপ্ত ও দক্ষ হাউজ কিপার টিম। আপনার প্রয়োজন ও সময় অনুযায়ী আমাদের টিম পৌঁছে যাবে আপনার বাসায় কিংবা অফিসে।
এ ছারাও বাসায় নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :
সেবক সেবিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
চলা ফেরায় সাহায্য করবে এবং অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে এবং মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।