ডিমেনশিয়া, পারকিনসন এন্ড এলজাইমার’স ডিজিজ পেশেন্ট’স সার্ভিস Dementia Parkinson And Alzheimer Patient Home Service নিয়ে আপনাদের পাশে আছে মাহির অক্সিজেন সিলিন্ডার। ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায় এবং রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। আবার
পারকিনসন হচ্ছে একধরনের নিউরো ডিজেনারাটিভ বা স্নায়বিক রোগ। এর কারণে মস্তিস্কের স্নায়ু ক্ষয়ে যায়। অন্যদিকে আলজাইমার রোগও একধরনের ডিমেনশিয়া যার কারনে স্মৃতিশক্তি লোপ পায়।

আপনার পরিচিত পরিজন, বাবা-মা কিংবা কাছের কেউ যদি ডিমেনশিয়া, পারকিনসন কিংবা এলজাইমার রোগে আক্রান্ত হয়ে থাকেন, তবে তাদের সঠিক পরিচর্যা ও নার্সিং সার্ভিস বাসায় কিংবা হাসপাতালে দিয়ে আসছে আমাদের অভিজ্ঞ ও দক্ষ সেবক-সেবিকা টিম।

ডিমেনশিয়া, পারকিনসন এন্ড এলজাইমার’স ডিজিজ পেশেন্ট’স সার্ভিসসহ মাহির অক্সিজেন সিলিন্ডারের অন্যান্য সার্ভিসগুলো পেতে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। 

নার্সিং যে সকল সেবা সমূহ দেয়া হয় :

 

  • সেবক সেবিকাগণ যথা সময়ে কর্মস্থলে উপস্থিত থাকবে।
  • ব্লাড প্রেসার, পালস,জ্বর, গ্লুকোজ , শ্বাস-প্রশ্বাস ইত্যাদি সঠিক সময়ে পরিমাপ করবে।
  • ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে, পরিমানমত, নির্ভুল ঔষধ সেবন করাবে।
  • ঘুম থেকে তুলে মুখ মন্ডল সুন্দর করে পরিস্কার এবং অবশ্যই চোখের যন্ত নিবে।
  • সঠিক সময়ে গোসল, হাত, পা এবং পিঠের যন্ত নিবে।
  • ২/৩ দিন পর পর সেভ ক্লীন করাবে এবং সময় মত হাত ও পায়ের নখ কাটে দিবে।
  • রোগী যে ভাবে থাকতে সাচ্ছন্দবোধ করে তাকে সে ভাবেই বসিয়ে বা শুইয়ে রাখবে।
  • চলা ফেরায় সাহায্য করবে এবং  অতি সতর্কতার সাথে সর্বদা পাশে থাকবে।
  • সঠিক সময়ে পরিমান মতো খাবার খাওয়াবে এবং মুখে খাবার খেতে না পারলে এন জি টিউব বা যে কোন উপায়ে বার বার খাবার খাওয়ানোর চেষ্টা করবে।
  • রোগীর শারীরে কোন প্রকার বেডসোর বা ক্ষত থকলে অবশ্যই সব সময় নজর রাখবে, প্রয়োজনে ২/৩ ঘন্টা পর পর পাশ পরিবর্তন করবে এবং অবস্থা বুঝে ড্রের্সিং করবে।
  • রোগীকে টয়লেটে নিয়ে যেতে সাহায্য করবে। বিছানায় পায়খানা, প্রসাব হলে অবশ্যই পরিস্কর করবে। পায়খানা প্রস্বাব ঠিকমত হয় কিনা তা লক্ষ্য রাখবে।
  • এন জি টিউব, ক্যাথেটার থাকলে অবশ্যই যত্ন সহকারে খেয়াল রাখবে।
  • প্রত্যেক দিন ২/৩ বার হাটাবে এবং রোগীর চাহিদানুযায়ী শরীর, হাত ও পা ম্যাসাজ বা ব্যায়াম করিয়ে দিবে। 
  • রোগীর ব্যবহৃত কাপর, বিছানাপত্র গুছিয়ে রাখবে।
  • প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জাম অবশ্যই যন্ত সহকারে পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
  • রোগীর অভিবাভকদের সাথে সম্মানজনক ব্যবহার করবে ও  তাদের পরামর্শ অনুযায়ী সেবা প্রদান করে।
  •